• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত পুলিশকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

হবিগঞ্জ প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৯, ১৫:৫৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কর্তব্যরত আনসার সদস্য আব্দুল মালিক (৩৮) ও পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্য জামাল উদ্দিন (২২) আহত হয়েছেন।

পরে জামাল উদ্দিনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, রোববার বেলা ১১টার দিকে শাহপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্র স্থগিত করে দেয়া হয়েছে।

অপর দিকে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে ১২টার দিকে নৌকা মার্কা প্রার্থীর ৩০ থেকে ৪০ জন সমর্থক লাঠি ও রড নিয়ে ঢুকে দুটি কক্ষ থেকে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেন। তারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে তারা তা পারেননি। এরপর বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোহিতোষ সূত্রধর বলেন, এখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে ১০ পুলিশ সদস্য আহত
ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তার ওপর হামলা, আসামি ছিনতাই
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেপ্তার
পাকিস্তানে সাংবাদিক অপহরণের দায়ে দুই পুলিশ সদস্য বরখাস্ত
X
Fresh