• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে দুই কেন্দ্রে ব্যালট ছিনতাই, ৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ১০ মার্চ ২০১৯, ১৩:৩১

কুড়িগ্রামে ৯টি উপজেলার ৮টিতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনায় পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পৃথক দুটি অংশের রিটার্নিং অফিসাররা।

এসব কেন্দ্রগুলো হচ্ছে, উলিপুর উপজেলায় হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা, সদরের শিবরাম প্রাথমিক বিদ্যালয়, নাগেশ্বরীর কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা এবং রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

উলিপুরের হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবু বকর সিদ্দিক জানান, ৭ নম্বর বুথে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে একটি ব্যালট বাক্স, চেয়ারম্যানের ১টি এবং দুই ভাইস চেয়ারম্যানের ২টি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। ভোটগ্রহণের শুরুর টর সকাল ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।