• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

উপজেলা পরিষদ নির্বাচন

খাগড়াছড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ২ চেয়ারম্যান

খাগড়াছড়ি সংবাদদাতা

  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদরসহ দুই উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এই দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী না থাকায় তাঁরা বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন। এছাড়া মানিকছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদটিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।

বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত দুই প্রার্থী হলেন খাগড়াছড়ি সদর উপজেলার মো. শানে আলম এবং মানিকছড়ি উপজেলায় মো. জয়নাল আবেদিন। এরমধ্যে শানে আলম সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এছাড়া মানিকছড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান হচ্ছেন তাজুল ইসলাম বাবুল।

শুরুতে খাগড়াছড়ি সদরে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন চারজন। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান চঞ্চু মণি চাকমার মনোনয়নের তথ্য অসঙ্গতি থাকায় বাতিল হয়ে যায়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী তরুণ আলো চাকমা ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন ফরম প্রত্যাহার করলে একক প্রার্থী হন শানে আলম।

অপরদিকে মানিকছড়িতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়নাল আবেদিন ছাড়া চেয়ারম্যান পদে অন্য কোনও প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেননি।

খাগড়াছড়ির সদরসহ চার উপজেলার রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক চাহেল তস্তরী জানান, নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। ওই দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা
সার্টিফিকেট জালিয়াতি, যা বললেন কারিগরির সাবেক চেয়ারম্যান
X
Fresh