• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডাকসু নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণায় ছাত্র ইউনিয়ন নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সম্ভব্য ভিপি পদপ্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ দলটির নেতারা আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন।

বুধবার সকাল ১১ টার দিকে মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন তারা।

পরে কলা ভবন, বাণিজ্য অনুষদ, কলা অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, হাকিম চত্বরে প্রচারণা চালানো হয়।

প্রচারণায় কেন্দ্রীয় কমিটির সভাপতি জিএম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজীব দাস, সাংগঠনিক সম্পাদক হাসিব মোহাম্মদ আশিকসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, আমরা প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের মাঝে প্রচারণার পাশাপাশি মধুর ক্যান্টিনে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেছি।

তিনি বলেন, প্রশাসন হলে আমাদের দাবি অগ্রাহ্য করে ভোটকেন্দ্র রেখেই তফসিল ঘোষণা করেছে। তবে পরিবেশ পরিষদে আমরা যেসব দাবি তুলে ধরেছি তা নিয়ে সোচ্চার থাকব। একইসঙ্গে ভোটের প্রস্তুতিও নিব।

তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh