• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডাকসুর ভিপি পদপ্রার্থী লিটন নন্দীর ফেসবুক 'হ্যাকড'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়নের সম্ভাব্য ভিপি (সহসভাপতি) প্রার্থী ও সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীর ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ফেসবুক পেইজও হ্যাকিঙের শিকার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এ অভিযোগ জানিয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর ৭৩৬।

সন্ধ্যার পর থেকেই লিটন নন্দীর ফেসবুক প্রোফাইলে কিছুক্ষণ পর পর অসংলগ্ন পোস্ট দিতে দেখা যাচ্ছে। জিডির বিষয়টি নিশ্চিত করেছে শাহবাগ থানা-পুলিশের উপ-পরিদর্শক সাহেব আলী।

আইডি হ্যাক হওয়া প্রসঙ্গে লিটন নন্দী আরটিভি অনলাইনকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র তিন দিন ধরে আমার ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালাচ্ছিল। মঙ্গলবার রাতে তারা সফল হয়। ডাকসু নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা অসৎ উদ্দেশে আমার ফেসবুক আইডি হ্যাক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

তিনি আরও বলেন,আমার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার পর আইডিটিতে আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে আমার আইডি থেকে অপ্রীতিকর কোনো ম্যাসেজ, স্ট্যাটাস ও পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকব না।

২০১৫ সালে পহেলা বৈশাখে টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে আলোচিত হয়েছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যাল শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী। দুর্বৃত্তদের হামলায় ভেঙে গিয়েছিল তার হাত।

পরে তিনি সুপ্রিম কোর্টে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে কারাবরণও করেছেন। বিভিন্ন সময় তিনি ক্ষমতাসীনদের হামলারও শিকার হয়ে পরিচিতি পেয়েছেন। বাগেরহাটে জন্ম নেয়া এ তরুণ আগামী ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে সহ সভাপতি (ভিপি) প্রার্থী হবার কথা রয়েছে।

আইইআর থেকে স্নাতক শেষ করা ২৮ বছর বয়সী এই নেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ভন্যান্স স্টাডিজে স্নাতকোত্তর করছেন। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হবার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক ও জগন্নাথ হল কমিটির সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh