• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উপজেলায় ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪১

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রথম ধাপের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার সময় তিনি একথা বলেন। এছাড়া দল থেকে মনোনয়ন পাওয়া ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

ওবায়দুল কাদের বলেন, দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত হয়েছে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দেবে না। প্রার্থিতা উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে এমন ঘোষণা দেয়ার পর পিছু হটেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওই সময় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলাপের পর ‘আইনি জটিলতা’ থাকায় উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh