• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হারতে হারতে জয়ের আশা ছেড়ে দিয়েছে বিএনপি: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২
ফাইল ছবি

জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও হারতে পারে, এই আশঙ্কায় এ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। নির্বাচনে হারতে হারতে বিএনপি জয়ের আশা ছেড়ে দিয়েছে। তারা উপজেলা নির্বাচন বয়কট করতে চাচ্ছে যাতে হারের জ্বালা সইতে না হয়। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন ফোবিয়ায় (ভীতি) ভুগছে। জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির কালো ব্যাজ ধারণ করা উচিত।

সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে ওবায়দুল কাদের বলেন, কারা নির্বাচনে অংশ নিচ্ছে, আর কারা নিলো না সে বিবেচনায়, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও কারও জন্য থেমে থাকবে না। উপজেলা নির্বাচনের ট্রেনও আপন গতিতে চলতে থাকবে।

উপজেলা চেয়ারম্যান পদে নাম পাঠানো নিয়ে অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কোনও অভিযোগ থাকলে মনোনয়ন বোর্ড খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে কার ভাই, কার বোন, কার ছেলে সেটা বিষয় নয়। প্রশ্ন হচ্ছে কে উইনেবল। তাদের আমরা মনোনয়ন দেবো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা
উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের 
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh