• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ড্যাবের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৭

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পুরনো কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে ১৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর সদস্য সচিব হলেন ডা. ওবায়দুল কবির খান ও কোষাধ্যক্ষ ডা. মহিউদ্দিন ভুঁইয়া মাসুম।

আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তারা দীর্ঘদিন ধরে বিএনপির সহযোগী সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
‘একতরফা’ সংসদ নির্বাচন বর্জনের আহ্বান ড্যাবের
X
Fresh