• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারণ, ২৪ তারিখ গণশুনানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে তার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করবে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এরপর ২৪ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি হবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা-চক্রে যাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি প্রার্থী এবং ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি হবে। ভোট ডাকাতির পর আয়োজিত চা-চক্রে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

এর আগে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের সার্বিক অবস্থা নিয়ে বিকেল চারটায় আলোচনার জন্য বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ ফেব্রুয়ারি)
১৬ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ ফেব্রুয়ারি)
৬ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh