• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যারা ব্যাড প্র্যাকটিস করেছেন, সময় আছে, নিজেকে শুধরে নিন: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। যারা দুর্নীতি করছেন, ব্যাড প্র্যাকটিস করছেন- সময় আছে, দ্রুত নিজেকে শুধরে নিন। এসব কোনোভাবেই সহ্য করা হবে না। এ্যাকশনে গেলে কেউ পার পাবেন না।

বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংশোধনের সুযোগ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিএ কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন, তা হলে অনিয়ম-দুর্নীতি চলতেই থাকবে। যারা আগে ছিলেন, ব্যাড প্র্যাকটিস করেছেন- আমি তাদের শুধরে নেয়ার অনুরোধ করব। অনিয়ম-দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।’

এ সময় বিআরটিএকে জনবান্ধব ও হয়রানিমুক্ত একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী শনিবার দলের মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ও কিশোরগঞ্জ ১ আসনে পুনঃনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

কাদের আরো বলেন, যিনি গ্রহণযোগ্য তিনি দলের মনোনয়ন পাবেন।

এ সময় বিএনপির আন্দোলনে জনগণ এখন সাড়া দেয় না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেদের কর্মী চাঙ্গা রাখতেই আন্দোলনের কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না : কাদের
বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো, বিএনপিকে কাদের
ওবায়দুল কাদেরের বক্তব্যে যা বললেন সেলিমা রহমান 
X
Fresh