• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ততা ছিল: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৯, ১৬:১২

বিএনপি-জামায়াত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করেছে। তবু মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি। মানুষের এ নির্বাচনে স্বতঃস্ফূর্ততা ছিল। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান যখন খুন ও দুর্নীতির কারণে পলাতক হয়, তখন সেই দলের ভোটের অবস্থা এমন হওয়াটাই স্বাভাবিক।

তিনি বলেন, পলাতক আসামিদের নিয়ে দল চালানোয় হেরেছে দলটি।

শেখ হাসিনা বলেন, কোনও আলোচনা থাকলে সেটা সংসদ এসে আলোচনা করতে পারে বিএনপি।

আরো পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সর্বাত্মক চেষ্টা করছি’
বিদ্যুৎ খাতে বরাদ্দ ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা
X
Fresh