• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাস্তাঘাটের উন্নয়নের চেয়ে মনের উন্নয়ন জরুরি: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি

  ১২ জানুয়ারি ২০১৯, ০৯:৪৪

বাগেরহাট-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টের উন্নয়ন আসল উন্নয়ন নয়। আসল উন্নয়ন হচ্ছে মনের উন্নয়ন। মানুষিকতার উন্নয়ন। এলাকার বেশির ভাগ লোককে আওয়ামী লীগের দলে আনতে গেলে তাদের সম্মান ও সেবা করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দলের দায়িত্বে আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে।

শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ তন্ময় বলেন, আমাদের দেশে কাজ করার সুযোগ বেশি। গত দশ বছর আগে এরকম কাজ ছিল না। পরিবর্তন রাতারাতি হয় না। একটু সময় লাগবে। আর ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন হবে। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনাদের সকলের সহযোগিতা চাই।

বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য ইব্রাহিম মোল্লার সভাপতিত্ব মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম মিঠু, শ্রমিক লীগের জেলা সভাপতি রেজাউর রহমান মন্টুসহ অনেকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!
X
Fresh