• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুমিল্লায় খালেদার জামিন শুনানি ১৬ জানুয়ারি

কুমিল্লা প্রতিনিধি

  ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী ১৬ জানুয়ারি ঠিক করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. মোস্তাফিজুর রহমান লিটন জানান, কুমিল্লা জেলা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় আগামী ১৬ জানুয়ারি খালেদার মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের তিন ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে মারা যান আট বাসযাত্রী। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।