DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

৩৫ বছর জাপার দখলে থাকা আসন পেলো আ.লীগ, উন্নয়নের আশায় জনগণ

আব্দুল কুদ্দুস চঞ্চল, কুড়িগ্রাম (উত্তর)
|  ০৭ জানুয়ারি ২০১৯, ১৭:০০ | আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭
দীর্ঘ ৩৫ বছর জাতীয় পার্টির দখলে থাকা কুড়িগ্রাম-১ আসন এবার জিতে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আছলাম হোসেন সওদাগর। সরকারদলীয় প্রার্থী নির্বাচিত হওয়ায় বেশি করে উন্নয়নের আশায় আছেন দারিদ্র্যপীড়িত অঞ্চলটির জনগণ। 

নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসন। ৩৫ বছর ধরে জাতীয় পার্টির দখলে ছিল আসনটি। এবার সেখানে এমপি হলেন আওয়ামী লীগের আছলাম হোসেন সওদাগর।

বন্যা, নদী ভাঙন আর খরা- তিনটি দুর্যোগই ভোগায় এ এলাকার দরিদ্র মানুষদের। এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করেন এলাকার ৭০ ভাগ মানুষ। এ অবস্থায় নতুন সংসদ সদস্যের কাছে চাওয়া- দারিদ্র্য বিমোচন আর উন্নয়ন। 

নির্বাচিত সংসদ সদস্য সরকার দলের হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলে মনে করেন, স্থানীয় বিশিষ্টজনরা। 

জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানালেন কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আছলাম হোসেন।  
 
দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে নতুন এমপি আন্তরিক হবেন এমনটাই প্রত্যাশা ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীর জনগণের।

আরো পড়ুন:

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়