• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মার্চে ডাকসু নির্বাচনে আর কোনও বাধা রইলো না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে আর কোনও আইনগত বাধা নেই। হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ তুলে নিয়েছেন আপিল বিভাগ। রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গেলো বছরের ১৭ জানুয়ারি হাইকোর্ট ডাকসু নির্বাচন বিষয়ে রায় দেন। এতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয়। রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বছরের ১ অক্টোবর চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ রোববার বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন, আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ আরটিভি অনলাইনকে বলেন, আদালত হাইকোর্টের রায়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি ৩১ মার্চ পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন। ফলে নির্বাচন করতে আর কোনও বাধা রইলো না।

আরো পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh