• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অবশেষে হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৯, ১২:২৯

নানা নাটকীয়তার পর অবশেষে হুইল চেয়ারে করে এসে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বেলা ১২টার দিকে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ, শুক্রবার জাতীয় পার্টি, বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও শপথ নেননি এরশাদ।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনে মহাজোটের প্রার্থী ২৮৮টি আসনে বিজয়ী হয়। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন। মহাজোটের শরিকরা শপথ নিলেও ঐক্যফ্রন্টের কোনও সংসদ সদস্য এখনও শপথ নেননি।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর আগে শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। শনিবার (৫ জানুয়ারি) দুপুরের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম শনিবার জানিয়েছিলেন, স্যার (এরশাদ) দুপুরে (শনিবার) সিএমএইচে গিয়েছিলেন রক্ত পরীক্ষার জন্য। এ সময় ডাক্তার তাকে অবজারভেশনে থাকার অনুরোধ করেন। সে কারণে তিনি শনিবার থেকে হাসপাতালে আছেন। রোববার শপথ নেয়ার কথা রয়েছে তার।

আরো পড়ুন:

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি
X
Fresh