• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এরশাদ শপথ নেননি

আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেও দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এখনও শপথ গ্রহণ করেননি। তবে বিকেল তিনটার দিকে তার শপথ গ্রহণ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় পার্টির অন্য সাংসদদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এসময় শপথ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা।

তবে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে এসময় শপথ নিতে দেখা যায়নি। এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

হুসেইন মুহম্মদ এরশাদ এককভাবে বিকেলে শপথ নিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) মনজুরুল ইসলাম।

তিনি বলেন, স্যার (এরশাদ) বাসা থেকে দুপুরের পর বের হবেন। বিকেল তিনটায় এককভাবে শপথ নেবেন।

তবে ঠিক কী কারণে তিনি অন্যদের সঙ্গে শপথ নেননি সে বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে কোনো সদুত্তোর পাওয়া যায়নি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের সূচনা
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
X
Fresh