• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সংসদে জাপার ভূমিকা নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) ভূমিকা কী হবে, সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সিদ্ধান্ত নেবে দলের পার্লামেন্টারি বোর্ড। আজ বুধবার (২ জানুয়ারি) দুপুরে নির্বাচন পরবর্তী দলের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক শেষে মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী ভূমিকা পালন করবে।

রাঙ্গাঁ বলেন, ‘আমরা একসাথে নির্বাচন করেছি। মহাজোটের সঙ্গে একসাথে বসেই বাকি সিদ্ধান্ত নেব। দেশের স্বার্থে ভবিষ্যতে কিছু করা লাগলে করবো। মহাজোটের সাথে আলোচনার বাইরে কিছু করা হবে না।’

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘শক্তিশালী বিরোধীদল আমরাও চাই। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে অন্যকিছু ঘটলেও সমস্যা নেই। মহাজোটের সাথে বসে যা কিছু করা দরকার, তাই করা হবে।’

নির্বাচন কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আসনে (লালমনিরহাট-৩) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। যেহেতু সমগ্র বাংলাদেশের বাকি আসনগুলোর নির্বাচন আমি সরাসরি দেখিনি সেহেতু মন্তব্য করতে পারবো না।’

নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টি কতজন মন্ত্রী চায় জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’


আরো পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার
ঢাবি ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
X
Fresh