• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মেজর (অব.) মো. আখতার জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন, বিএনপিকে টিকিয়ে রাখার স্বার্থে অবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দেয়া হোক। ওই স্ট্যাটাসে তিনি ঐক্যফ্রন্ট নেতাদের কাছে সাতটি দাবিও তুলে ধরেন। মঙ্গলবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

তিনি লিখেন, আল্লাহর ওয়াস্তে এই অপকর্মটি করবেন না-জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের কাছে আমাদের বিনীত নিবেদন। আইন বা বিচার বিভাগও যে সরকারের শক্ত নিয়ন্ত্রণে তা যদি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা না বোঝেন তাহলে এও জাতির আরেকটি দুর্ভাগ্য।

যা হবার হয়ে গেছে। আপাতত তা পরিবর্তন করার বুদ্ধি বা ক্ষমতা কোনোটাই আমাদের নাই। এটি চরম বাস্তবতা। ভারত ও চীনসহ অনেক রাষ্ট্র প্রধানরা বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছেন। অন্যরাও ধানাইপানাই করে মেনে নেবেন। আপনারা অযথা বাগাড়ম্বর করে বিএনপির নেতাকর্মীদের জীবন দুর্বিসহ করে দিয়েন না। এমনিতেই দলের ১০০ ভাগ নেতাকর্মী জেল-জুলুমের শিকার। আর আপনাদের নেতাগিরি দেখাতে গিয়ে বিএনপির অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েন না।

তাই জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কাছে বিনিত দাবি:

১। বিনাবাক্যে ও শর্তে নির্বাচনের ফলাফল মেনে নিন।

২। অবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দিন।

৩। সকল সিনিয়র নেতারা রাজনীতি থেকে অবসর নিন।

৪। আগামী ১ বছরের জন্য সকল প্রকার রাজনৈতিক তৎপরতা স্বেচ্ছায় বন্ধ করে দিন।

৫। নির্বাচন উত্তর সকল তৎপরতা স্থগিত করেন।

৬। এক বছর পরে নতুন করে রাজনৈতিক শক্তি সংগঠিত করার এবং পরবর্তী নির্বচনের জন্য নতুন যোগ্য নেতৃত্ব সৃষ্টির সুযোগ দিন।

৭। দেশে ইতিবাচক রাজনৈতিক ধারা সৃষ্টিতে সবাই সহযোগিতা করুন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আখতার জামান প্রায় আাড়াই লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদের কাছে হেরে যান। নির্বাচনে নূর মোহাম্মদ পান তিন লাখ ৭৭৬ ভোট। আর আখতার জামান পান ৫৪ হাজার ৫০ ভোট।

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
শুক্রবার ঢাকায় আসছেন আতিফ আসলাম
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh