• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

জাপার আরও বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল: রাঙ্গা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৯, ১৬:২৫
ছবি-সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাপার আরও বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল। নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় পার্টি (জাপা) সন্তুষ্ট নয়।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, এখন দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল জাতীয় পার্টি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

রাঙ্গা বলেন, আগামীকাল বুধবার পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে যৌথসভা হবে। সেখানে সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে না কি বিরোধী দলে থাকবে। এরপর এ বিষয়ে মহাজোটের সঙ্গেও আলোচনা হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
X
Fresh