• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালী-২: টানা দ্বিতীয়বার সংসদ সদস্য হলেন মোরশেদ আলম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন নোয়াখালী-২ আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম।

রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির একটি কেন্দ্রের ফল স্থগিত থাকলেও বেসরকারি ফল অনুসারে, ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০২টিতে তিনি পেয়েছেন এক লাখ ৭৭ হাজার ৩৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক পেয়েছেন ২৬ হাজার ১৬৯ ভোট।

এর আগে ২০১৪ সালে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম। গত পাঁচ বছরে আসনটিতে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। সফল এই ব্যবসায়ীকে আবারও সংসদ সদস্য নির্বাচিত করলেন আসনটির ভোটাররা। কাঙ্ক্ষিত বিজয়ের ঘোষণা আসতেই উৎসবে মেতে ওঠেন আসনটির নৌকার সমর্থকরা।

ফল ঘোষণার পর মোরশেদ আলম বলেন, এই বিজয় স্বাধীনতার স্বপক্ষের শক্তির। এই বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়। ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তাদের সব অসুবিধা দূর করবো এবং তাদেরকে সুযোগ-সুবিধা দেব। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশকে অস্বীকারকারীরাই রমনা বটমূলে হামলা চালিয়েছিল : মোরশেদ আলম
উন্নয়ন করেছি বলেই সেনবাগবাসী আমাকে নির্বাচিত করেছে : মোরশেদ আলম
সোনাইমুড়ীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
X
Fresh