• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খালেদা জিয়ার এলাকায় জয়ী জাসদের শিরীন আখতার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এলাকা ফেনী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫ হাজার ৩১২ ভোটে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার।

এ আসনে শিরীন আখতার ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ৯২৮টি। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির মুন্সি রফিকুল আলম মজনু পেয়েছেন ২৬ হাজার ৬১৬ ভোট।

রোববার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান কেন্দ্র থেকে প্রাপ্ত এ ফলাফল ঘোষণা করেন। জেলে থাকার কারণে এবার নির্বাচন করতে পারেননি বেগম খালেদা জিয়া। এ আসন থেকে খালেদা জিয়া এর আগে চারবার নির্বাচিত হয়েছেন।

এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৬টি। নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৩৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ১২২ জন। মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৫৫ জন।

একাদশ জাতীয় নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮০০ এর বেশি প্রার্থী। এরমধ্যে ৫০ জন ছিল স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
X
Fresh