• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যে আসনে জয় পেলেন বিএনপি সমর্থিত প্রার্থী

বগুড়া প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৪০
রেজাউল করিম বাবলু (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক রেজাউল করিম বাবলু ট্রাক প্রতীকে বগুড়া-৭ গাবতলী-শাহজাহানপুর আসনে বিজয়ী হয়েছেন।

রেজাউল করিম বাবলু ট্রাক প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪শ ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী আলতাফ আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ২০ হাজার ১১২ ভোট।

বগুড়া-৭ আসনে বিএনপির কোন প্রার্থী ছিল না। এখানে প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী ছিলেন। তবে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়। দলটি গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন এবং বিএনপি নেতা শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদলকে বিকল্প প্রার্থী করা হয়েছিল।

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ গৃহীত না হওয়ায় মিল্টন ও পদত্যাগ না করায় বাদলের মনোনয়ন বাতিল হয়। ফলে আসনটি বিএনপি প্রার্থী শূন্য হয়।

এরপরই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

আরএস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল
ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীদের পুরষ্কার তুলে দিলেন টেক ব্লগার হিমেল
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
X
Fresh