• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর জয়ী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:০৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর।

নৌকার পক্ষে জয়ী প্রার্থী আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪ ভোট।

সন্ধ্যা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিন বেসরকারিভাবে আসাদুজ্জামান নূরকে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে আসাদুজ্জামান নূর সকালে সোয়া ১০টার দিকে উদয়ন বিদ্যাপীঠ কেন্দ্রে ভোট দেয়ার পর বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। নারী ভোটারের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। গতবার কোনও কোনও কেন্দ্রে বা আসনে ভোটগ্রহণ হয়নি তাই ভোটারের মধ্যে যে অতৃপ্তি রয়ে গেছে আর সে অতৃপ্তির কারণে এবারে ভোটারের সাড়া মিলেছে ভোট কেন্দ্রে।

নীলফামারী-২ (সদর) মোট ভোটার তিন লাখ ১১ হাজার ৬৯৯ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৯৪০ ও নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ২০৯ জন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
নীলফামারীতে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ২
বাবার দাফনে ছেলের বাধা
নীলফামারীতে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
X
Fresh