• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভোট দিলেন শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সারহান নাসের তন্ময় ভোট দিয়েছেন।

রোববার সকাল আটটা পাঁচ মিনিটে বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় উপস্থিত সাংবাদিকদের জানান, বাগেরহাট-২ সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

ভোটকেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইন দেখিয়ে তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূতভাবে সকালেই ভোট কেন্দ্রে এসেছে।

পরে তিনি বাগেরহাট ও কচুয়া নির্বাচনী এলাকা বাগেরহাট ২ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হয়।

ভোটযুদ্ধে বিজয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শেখ তন্ময় ভোটারদের নির্ভয়ে বিকেল চারটার মধ্যে তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটগ্রহণ শেষ, অল্প কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
এফডিসিতে শাবনূর, ভোট চাইতে হুমড়ি খেয়ে পড়লেন প্রার্থীরা
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
X
Fresh