• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভোটের আগের রাতে রিজভীর অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:৩১

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শনিবার দিনগত রাতে বিএনপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, ‘ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা-৩ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কে এম মজিবুল হক, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে পুলিশ, র‌্যাব ঘিরে রেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কুমিল্লা-১০ ধানের শীষের প্রার্থী কারাবন্দী মনিরুল হক চৌধুরীর নির্বাচন সমন্বয়কারী ৭/৮ জন নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে। নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগের ক্যাডাররা দেশব্যাপী ভোট কেন্দ্রগুলোতে নৌকায় সিল মারছে। সন্ধ্যা রাত থেকেই শুরু হয়েছে নৌকা প্রতীকে সিল মারা।’

রিজভী বলেন, ‘আমরা বেশ কয়েক দিন আগে থেকেই আশঙ্কার কথা আপনাদেরকে ব্যক্ত করেছিলাম যে, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখবে। আমাদের সেই আশঙ্কাই সত্যে পরিণত হল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh