• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মৃত সেই পুলিশের পরিবারকে মাশরাফির স্ত্রীর অর্থ সহায়তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২

আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) প্রয়াত মোঃ মনিরুজ্জামান মিন্টুর (৪০) স্ত্রী রাবেয়াকে তার চিকিৎসার্থে নড়াইল-২ আসনে আ’লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ১ লাখ টাকা প্রদান করছেন।

শনিবার (২৯ডিসেম্বর) দুপুরে সুমি সদর হাসপাতালে গিয়ে এ অর্থ প্রদান করেন। এদিন রাবেয়া সদর হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন।

এদিকে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মরিুজ্জামানের স্ত্রীর চিকিৎসার্থে পুলিশ সুপারের পক্ষ থেকে আরও ৭০ হাজার এবং জেলা প্রশাসক মহোদয় ১০ হাজার টাকা প্রদান করেছেন।

প্রসঙ্গত, আ’লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মনিরুজ্জামান মিন্টু বৃহস্পতিবার (২৭ডিসেম্বর) বিকেলে প্রচারণাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে। ঐ সময় তার স্ত্রী রাবেয়া অন্তঃস্বত্তা ছিলেন। নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার

ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের পুত্র।

আরও পড়ুন :

এস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নড়াইলে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩
নড়াইলে ১০ দোকানে হামলা, মালামাল-অর্থ লুট
X
Fresh