logo
  • ঢাকা সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬

পোলিং এজেন্ট দিতে হিমশিম খাচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
|  ২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৬
পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে, নির্বাচনে পোলিং এজেন্ট দিতেও বিএনপিকে হিমশিম খেতে হচ্ছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ফখরুল বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, সারা দেশেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে ভোটের মাঠ থেকে দূরে রাখার চেষ্টা করছে। জনগণ সব সময় বদলে দিয়েছে, এবারও ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতি বদলে দেবে।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, ভোট উৎসবের বদলে ভোট-ভীতিতে সারা দেশ ছেয়ে গেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, সব ভীতি মোকাবেলা করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে বলে জানান তিনি।

এখনো গ্রেফতার চলছে এ ব্যাপারে প্রশাসনকে বলা হয়েছে। তবে এ নিয়ে সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে কোন প্রভাব পড়বে না দাবী করে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ফখরুল বলেন, জণগনকে সাথে নিয়ে ভোট দিতে হবে, ভোট পাহাড়া দিতে হবে এবং ভোট চুরি কেউ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

আরও পড়ুন :

আরএস/ এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়