• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিলেটে আ.লীগ দুই নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:১১

সিলেট-১ নির্বাচনী আসনের চৌকিদেখী ও সিলেট-৩ নির্বাচনী আসনের দাউদপুরে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

সিলেট নগরীর চৌকিদেখীতে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে এ মোমেনের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে সেখানকার আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

চৌকিদেখীতে বিস্ফোরণের ব্যাপারে বিমানবন্দর থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া রোববার রাত সাড়ে আটটার দিকে জালালাবাদ থানার হাওলাদারপাড়ায় ড. মোমেনের প্রচারণার গাড়ি ও মাইক ভাংচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জালালাবাদ থানার ওসি শাহ হারুনুর রশিদ জানান, তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার দাউদপুর চৌধুরীবাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
X
Fresh