• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির জন্য ভোটের মাঠে স্ত্রী সুমনা

নড়াইল প্রতিনিধি

  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫

নড়াইলের বাড়িতে এসেই স্বামীর জন্য ভোট চাইতে মাঠে নেমে পড়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহধর্মিণী সুমনা হক সুমি।

গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়ন, চন্ডিবরপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে ভোট দেয়ার আহ্বান জানান।

আগামীতে নড়াইল জেলার উন্নয়নে মাশরাফি সকলের পাশে থাকবেন বলেও ভোটারদের আশ্বস্ত করেন তিনি।

গণসংযোগকলে সুমনা হক সুমির সঙ্গে ছিলেন সুমির মেঝো বোন জেলা যুব মহিলা লীগে যুগ্ম আহ্বায়ক সঞ্চিবা হক রিপা, বড় বোন জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খশরুল আলম পলাশ, যুবলীগ নেতা শরিফুল ইসলাম বাবলু, সুমির চাচা খায়রুল ইসলামসহ আত্মীয় স্বজন।

আজ সোমবারও সারাদিন বিভিন্ন অঞ্চলে গণসংযোগে যাবেন বলে জানা গেছে।

এদিকে আজ নড়াইল শহরের গণসংযোগের মধ্য মাশরাফির দিনের কর্মসূচি শুরু করেছে। সকালে শহরের আলাদাৎপুর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন নড়াইল-২ আসনের নৌকার মাঝি মাশরাফি বিন মুর্তজা।

এর পর তিনি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার, ঝামার গোপ বঠতলা, লাহুড়িয়া স্কুল মাঠ, মাকরাইল হাইস্কুল মাঠ, তালতলা, ছত্রহাজারী স্কুল মাঠ, মানিকগঞ্জ স্কুল মাঠসহ লোহাগড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
নড়াইলে নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নড়াইলে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
X
Fresh