• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে নৌকায় ভোট চাইলেন জাহিদ হাসান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯

টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জাহিদ হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন এই অভিনেতা।

শনিবার সিরাজগঞ্জ সদর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্নার নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন তিনি।

জাহিদ হাসান সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুণেরগাতী ও নিস্তারানী প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে অংশগ্রহণ করে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।

এসময় তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। দেশব্যাপী তারকা শিল্পীরা এবারের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় নিজ জন্মস্থান সিরাজগঞ্জে নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন জাহিদ হাসান।

অভিনয় শিল্পী জাহিদ হাসান আসার কথা শুনে দলে দলে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ছুটে আসে গণসংযোগ স্থলে। জাহিদ হাসান স্থানীয়দের কাছে পুলক নামে পরিচিত।

জাহিদ হাসানের গণসংযোগের সময় সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, খোকশাবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোয়ান্টাম ফিজিক্সে অভূতপূর্ব সাফল্য পেলেন বাংলাদেশি গবেষক
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাহিদ হাসান
জাহিদ হাসানের সর্বশেষ অবস্থা জানালেন স্ত্রী মৌ
হাসপাতালে ভর্তি জাহিদ হাসান
X
Fresh