• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৩৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের দু’টি স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রহনপুর বাজার বেগমকাচারী এলাকায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক সাংসদ জিয়াউর রহমানের ব্যক্তিগত ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে দু’জন ব্যক্তি চলন্ত অবস্থায় রহনপুর বাজার বেগমকাচারী এলাকায় অবস্থিত আওয়ামী লীগ প্রার্থী সাবেক সাংসদ জিয়াউর রহমানের ব্যক্তিগত ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে অবস্থান করা নেতাকর্মীদের মধ্যে রহনপুর পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি আদর আলী ও ব্যক্তিগত কার্যালয়ের স্টাফ সাব্বির রহমান রনি আহত হন। পরে আহতাবস্থায় তাদের উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সংবাদ পেয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ও গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে বর্ষবরণ
X
Fresh