• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপি গণসংযোগ না করে ঘরে বসে বিবৃতি দেয়: তোফায়েল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা গণসংযোগ না করে ঘরে বসে বিবৃতি দেয়, আওয়ামী লীগ তাদের মাঠে নামতে দেয় না। কিন্তু আমরা কাউকে বাধা দেই না। জনগণ আজকে এক হয়েছে বিএনপির আমলের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে।

শুক্রবার ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ৭০ সালে যেমন জাতির পিতার নেতৃত্বে নৌকার ভোটেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তেমনি আগামী ৩০ ডিসেম্বর আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা বাংলাদেশের উন্নয়নকে ধরে রাখবো। ধরে রাখবো সকল অগ্রযাত্রাকে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের স্লোগান ‘আমার গ্রাম আমার শহর’। ইতোমধ্যেই আমাদের গ্রাম শহরে রূপ লাভ করেছে। আজকে গ্রামের রাস্তা পাকা, ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা শহরে যেসকল সুবিধা পাই, সেই সুবিধা সারা দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রামেও দিব।

তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি, ভিজিএফ দেওয়ার কারণে আমাদের দেশে দারিদ্র্যসীমা কমে গেছে।

আওয়ামী লীগের উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের প্রতি বিশ্বাসী। তাদের আওয়ামী লীগের উপর আস্থা রয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখেতে মানুষ নৌকার পক্ষে রায় দেবে।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিবসহ অনেকে বক্তব্য রাখেন।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh