• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী আটক

যশোর প্রতিনিধি

  ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, জামায়াত প্রার্থী আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। এ কারণে তার সেই জামিন বাতিল হয়ে গেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আরটিভি অনলাইনকে জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতা মামলা রয়েছে।

দুপুরে তাকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে তাকে আটকের ঘটনায় তার পরিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছেন।সেখানে মুহাদ্দিস আবু সাঈদের ছেলে হাবিব ফয়সাল অভিযোগ করেন, আগের রাতে ৮-১০ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে গুলি ছুড়ে চলে যায়। এরপর পুলিশ সন্ত্রাসীদের আটকের পরিবর্তে মুহাদ্দিস আবু সাঈদকে অনুসরণ করতে থাকে।সকালে তাকে আটক করে নিয়ে যান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে সালাতুল ইসতিসকা আদায়ের কর্মসূচি জামায়াতের
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
X
Fresh