• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঐক্যফ্রন্টের ইশতেহারে যেসব প্রতিশ্রুতি রয়েছে

অনলাইন ডেস্ক
  ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:২৮
ঐক্যফ্রন্টের ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার- ২০১৮ প্রকাশ করা হয়েছে। এ ইশতেহারে জাতীয় ঐক্যগড়া, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারস্যাম্য আনাসহ বেশ কিছু প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

আজ (সোমবার) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার- ২০১৮ প্রকাশ করা হয়। ইশতেহার ঘোষণা করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

১. প্রতিহিংসার রাজনীতি দূরীকরে জাতীয় ঐক্যগড়া।

২. মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তা।

৩. প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারস্যাম্য আনা।

৪. নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি।

৫. পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না।

৬. ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।

৭. প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না।

৮. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

৯. সব নাগরিককে স্বাস্থ্যকার্ড দেয়া হবে।

১০. সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ছাড়া আর কোনও কোটা থাকবে না।

১১. পুলিশ এবং সামরিক বাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের জন্য কোনও বয়সসীমা থাকবে না।

১২. প্রশাসনিক সংস্কার ও বিকেন্দ্রীকরণ।

১৩. যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে।

১৪. নারীর নিরাপত্তা এবং ক্ষমতায়ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও অনেকে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh