• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি সেবক হতে চাই, নেতা না: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি

  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮
ছবি-সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করেছেন।

রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ, সুন্দরঘোনা, গোটাপাড়া, মুক্ষাইটসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিন ষাটগম্বুজ বড়বাড়িতে নারী সমাবেশে অংশ নেন।

সমাবেশে শেখ তন্ময় বলেন, আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা করবো, এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। তার জন্য কোনও অস্ত্র ও বাহিনী প্রয়োজন নাই। বঙ্গবন্ধুর ডাকে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল।

তিনি বলেন, আমরা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের পাশাপাশি অন্য ধর্মের যারা আছেন তাদেরকে সম্মান করাটা আমাদের শিক্ষা।

পরে তিনি ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

নারী সমাবেশে ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সেলিম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!
X
Fresh