• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা-অগ্নিসংযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৭

খুলনায় আওয়ামী লীগের দুটি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার রাতে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গাস্থ ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় বোমা হামলা ও দামোদর ইউনিয়ন কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বেজেরডাঙ্গাস্থ ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

অপরদিকে, রাত সোয়া ৯টার দিকে গাড়াখোলাস্থ দামোদর ইউনিয়ন কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা ও অগ্নিসংযোগ করে। এতে আওয়ামী লীগের ৭-৮ জন কর্মী আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
X
Fresh