• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জামায়াত নিয়ে প্রশ্ন করায় ‘চুপ’ করতে বললেন ড. কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরজাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, যারা লোভ-লালসা নিয়ে লুটপাট করছে, তাদের থেকে দেশকে অবশ্যই মুক্ত করব।

তিনি বলেন, আমরা শোষণমুক্ত সমাজের জন্য কাজ করে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হব। স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে কাজ করে যাব এবং সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত অবশ্যই করব। বুদ্ধিজীবীদের আত্মদানকে মাথায় রেখেই আমরা ১৪ ডিসেম্বর পালন করব।

এসময় জামায়াত প্রসঙ্গে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বেহুদা কথা বলো, কতো পয়সা পেয়েছো এই প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছো? পয়সা পেয়ে শহীদ মিনারে এসে শহীদদের অশ্রদ্ধা করো? শহীদদের কথা চিন্তা করো। চুপ করো, চুপ করো, খামোশ।

তিনি ড. কামাল বলেন, স্বাধীনতার স্বপ্ন ও স্বাধীনতার আদর্শকে সামনে রেখে সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত করবো। যারা লোভ লালসা নিয়ে লুটপাট করছে তাদের থেকে দেশকে ইনশাল্লাহ আমরা অবশ্যই মুক্ত করবো, আমরা জয়ী হবো।

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ (শুক্রবার) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. কামাল আবদুল নাসেরের সঙ্গে নিউইয়র্ক প্রবাসীদের মতবিনিময়
X
Fresh