• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মহাজোটে বিদ্রোহী প্রার্থী রাখাটা কৌশল: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০০

বিএনপির অবস্থা শক্তিশালী হলে কোনো বাধাই তাদের আটকাতে পারবে না। অবস্থা দুর্বল বলেই তারা মাঠে নামতে ভয় পায়। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। কোথাও কোথাও মহাজোটে বিদ্রোহী প্রার্থী রাখা হয়েছে। এটা কৌশলের অংশ হিসেবেই করা হয়েছে।

বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।,

বিএনপির প্রচারে বাধা দেয়ার প্রসঙ্গে জানতে চাইলে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরে সাংবাদিকদের একসঙ্গে চলমান ভোটের পরিবেশ নিয়েই কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় বিএনপির প্রার্থীদের প্রচারে বাধা দেয়া বা তাদের ওপর হামলা-মামলা ও গ্রেফতার প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটি নির্বাচন কমিশন ভালো বলতে পারবে।

বিএনপি নেতারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, তফসিল ঘোষণার পরও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকেও হয়রানি করা হচ্ছে।

এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটির জন্য আমরা দায়ী নই। এটির জন্য তারাই ( বিএনপি) দায়ী।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকেরও বেশী আসনে যেভাবে ক্ষমতাসীন দল ও বিরোধী সংসদে এসেছিল এবার যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সে কারণেই মহজোটে বিদ্রোহী প্রার্থী রাখা হয়েছে।

আরএস/এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
‘আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
X
Fresh