• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ ডা. জাফরুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:১৪

সিলেটে নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা টাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় কথা বলার একপর্যায়ে হঠাৎ মাথাঘুরে পড়ে যাওয়ার সময় পাশে থাকা নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে নগরের মিরবক্সটুলা এলাকায় বেসরকারি ক্লিনিক পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম জানান, পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পরে ঘণ্টাখানেক সেখানে বিশ্রাম নেয়ার পর সুস্থবোধ করলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ডায়বেটিকের সুগার কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে।

জানা গেছে, নগরের বন্দর বাজারের করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে আজ সকাল ১০টার দিকে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা টাস্ট্রি ডা. জাফরুল্লাহ, জেএসডির সভাপতি আ.স.ম রব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী আবদুল মোক্তাদির প্রচারণায় বের হন। তারা কোর্টপয়েন্টের মধুবন সুপার মার্কেটের সামনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পরই ডা. জাফরুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী জানান, নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ডা. জাফরুল্লাহ চৌধুরী অসুস্থবোধ করলে পপুলার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে চেকআপ করার পর তাকে বিশ্রামের পরামর্শ দেন। তবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিশ্রাম না নিয়েই সিলেট-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর প্রচারণায় অংশ নিতে গোলাপগঞ্জে চলে গেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh