• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আ.লীগে জনসমর্থন ৬৬ শতাংশ, বিএনপির জন্য ১৯.৯

আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ে আওয়ামী লীগের ৬৬ শতাংশ এবং বিএনপির ১৯.৯ শতাংশ মানুষের সমর্থন রয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে একটি জনমত জরিপের বরাত দিয়ে এ তথ্য জানান।

জয়ের ফেসবুক স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো-

“এই বছরের আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত আমরা এযাবৎকালের সবচেয়ে বড় জাতীয় জনমত জরিপটি করাই। নিরপেক্ষ গবেষণা সংগঠন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) দ্বারা এই জরিপটি পরিচালনা করা হয়। এ বছরের মেয়র নির্বাচনের জরিপটিও এই সংগঠনটিই করেছিল।