• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় আ.লীগের মিছিলে পেট্রলবোমা হামলা, আহত সাত

নেত্রকোনা প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০৩

নেত্রকোনার আটপাড়ায় নৌকার মিছিলে পেট্রলবোমা হামলার ঘটনা হয়েছে। এত অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য সুফল, রুবেল, মোহন, শিবলু, লিমন ও তুহিন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে সুফল ও রুবেলের অবস্থা গুরুতর বলে জানান আটপাড়া থানার ওসি অভিরঞ্জন দেব।

ওসি জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলা সদরের ইটাখলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের হলে তাতে পেট্রলবোমা হামলা হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে এই হামলার প্রতিবাদ জানিয়ে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনটির আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি এ ধরনের হামলা চালাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
আওয়ামী লীগের যৌথসভা আজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
X
Fresh