• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে বিএনপির মিছিলে হামলার অভিযোগ মওদুদের

নোয়াখালী প্রতিনিধি

  ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:১৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌর শহরে বিএনপি প্রার্থীর প্রচার মিছিলে আজ মঙ্গলবার সকালে পুলিশের উপস্থিতিতে যুবলীগ-ছাত্রলীগের হামলায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ব্যরিস্টার মওদুদ আহমদ। এ সময় তার নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মওদুদ আহমদ জানান, প্রশাসনের অনুমতি নিয়ে তার নেতাকর্মীরা আজ মঙ্গলবার কবিরহাটে পথসভা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তারা বিভিন্ন স্থান থেকে প্রচার মিছিল নিয়ে কবিরহাট বাজারে গেলে যুবলীগ-ছাত্রলীগ মিছিলে অতর্কিতে হামলা চালিয়ে তার ৫০ নেতাকর্মীকে আহত করেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে মওদুদ আহমেদর এ অভিযোগ অস্বীকার করে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক রায়হান জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে তাদের দলের অন্তত ৫ জন নেতাকর্মীকে আহত করেছে বিএনপি। এ কারণে তাদের দলীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি মোহাম্মদ হাসান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তবে পথসভা করার জন্য মওদুদ আহমদ রিটার্নিং অফিসার থেকে অনুমতি নিয়েছিলেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh