logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

আটকে গেল টুকু ও দুলুর মনোনয়ন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪১ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র জমা নেয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

bestelectronics
আজ মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিলের শুনানি শেষে এ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র জমা নিতে ইসিকে নির্দেশ দেন।

সিরাজগঞ্জ-২ আসন থেকে মনোনয়পত্র জমা দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। কিন্তু তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে টুকু রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও ব্যর্থ হন। এরপর হাইকোর্টে আপিল করলে গত সোমবার শুনানির পর আদালত তার মনোনয়ন গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন।

আর নাটোর-২ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করলে নির্বাচন কমিশনে আপিল করেও তা ফেরত পাননি।

পরে গতকাল সোমবার হাইকোর্ট শুনানি শেষে তার মনোনয়ন গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন।

আজ আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে, বিএনপির দুই নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, আজমালুল হোসেন কিউসি ও আমিনুল হক হেলাল।

এমকে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়