• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৮

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ- 447 বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং হুসেইন মুহম্মদ এরশাদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মনজুরুল ইসলাম তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

এর আগে রাত সাড়ে ৯টায় বারিধারার পার্ক রোডের বাসা থেকে এরশাদ বের হন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা, চূড়ান্ত মনোনয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন এরশাদ।

একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ৷ চিকিৎসা শেষে দ্রুতই হুসেইন মুহম্মদ এরশাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম
ঈদের ছুটিতে যেখানে উড়াল দিলেন মিম
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
X
Fresh