• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুর্নীতিমুক্ত প্রার্থী চান চট্টগ্রামের তরুণরা

কাজী মনজুরুল, স্টাফ রিপোর্টার

  ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:১২

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আধুনিক, সৃজনশীল ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান বন্দরনগরী চট্টগ্রামের তরুণ ভোটাররা।

নির্বাচন বিশ্লেষকরাও বলছেন, এই নির্বাচনে জয়-পরাজয়ে অবশ্যই বড় ফ্যাক্টর হবে তরুণ ভোটররা।

বন্দরনগরী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা ৫৬ লাখ ৪১ হাজার ২১৯ জন। যা গত দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে সাত লাখ ১৮ হাজার ৭৪২ জন বেশি।

আর এসব নতুন ভোটারের বেশিরভাগই তরুণ। তাই এবারের নির্বাচনে তরুণ ভোটাররাই হবে মূল ফ্যাক্টর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ এই ভোটাররা চান আধুনিক, সৃজনশীল ও দুর্নীতিমুক্ত মেধাবী নেতৃত্ব।

তরুণরা বলছেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি দেশের কল্যাণকে কাজ করবে এমন সরকার চান তারা।

নতুন ভোটার হওয়া চট্টগ্রামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, প্রথমবারের মতো ভোটার হলাম। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পারব ভেবে খুব খুশি লাগছে।

যোগ্য, দক্ষ এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে এরকম প্রার্থীকে ভোট দিব।

সানজিদা সুলতানা নামের নতুন এক ভোটার বলেন, দুর্নীতি করবে না এমন যোগ্য প্রার্থীকে জীবনের প্রথম ভোটটি দিতে চাই।

শিক্ষার উন্নতি, বেকার সমস্যা সমাধানে যারা এগিয়ে আসবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন আরেক তরুণ ভোটার আসমা আক্তার।

নির্বাচনের জয়-পরাজয়ে তরুণ ভোটারদের ভোট বড় ধরনের প্রভাব থাকবে বলছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহিয়া আরটিভি অনলাইনকে বলেন, নির্বাচনের রেজাল্ট কি হবে তা নির্ভর করবে কোন দল তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবে তার ওপর। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বড় দলগুলোর ইশতেহারে তরুণদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা থাকবে বলেও মনে করেছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh