• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রার্থিতা ফিরে পেলেন রেজা কিবরিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৮

হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার নির্বাচন ভবনে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র আবেদন বৈধ ঘোষণা করে।

গত ২ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ঋণ খেলাপের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করে দেন।

সম্প্রতি গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। এরপর ২৮ নভেম্বর গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

কিন্তু সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের পাঁচ হাজার টাকা বকেয়া থাকায় ঋণ খেলাপের জন্য তার মনোনয়নপত্র বাতিল করেন হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

রেজা কিবরিয়ার বাবা শাহ এ এম এস কিবরিয়া ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বতন্ত্রে ধরাশায়ী আ.লীগের শাহীন চাকলাদার
গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ
X
Fresh