• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র আপিলেও বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৩

জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল বহাল রয়েছে নির্বাচন কমিশনের আপিলেও। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয় বলে জানা গেছে। তিনি পটুয়াখালী-১ আসনের প্রার্থী ছিলেন।

আজ (শুক্রবার) আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনের আপিল এজলাসে।

গেল ৪ ডিসেম্বর জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছিলেন।

৩ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিয়ে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙাকে।

আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত নম্বর আবেদনের শুনানি হবে। ৮ ডিসেম্বর শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের ১৬০ আপিল আবেদনের ওপর শুনানি চলে। এরমধ্যে ৮০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়, রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের। অন্যদিকে ৪ জন প্রাথীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরসি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ধ্রুব এষ আইসিইউতে
X
Fresh