• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আন্দোলনে নয় নির্বাচনের মুডে জনগণ: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ডিসেম্বর ২০১৮, ১৩:৫০

বিএনপি যতই আন্দোলনের কথা বলুক জনগণ এখন নির্বাচনের মুডে। তারা এখন আন্দোলনের মুডে নয়। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার বেলা তিনটায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ না করা হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের প্রধানমন্ত্রী ফেজ প্রদর্শন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা।

তিনি বলেন, নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রী কে তা ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোনও নেতা নেই।

দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হচ্ছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গণগ্রেপ্তারের যে অভিযোগ বিএনপি করছে তার সুনির্দিষ্ট তালিকা দিতে হবে। সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক মনে করেন নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে জাতীয় এক্যফ্রন্ট।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
X
Fresh