• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যেসব নারী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৮, ২১:১০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৩৪৬ জন। তার মধ্যে মনোনয়ন দৌড়ে ১৫ নারী টিকিট পেয়েছেন।

রোববার সকাল সাড়ে দশটায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।

জানা গেছে, ১৫ জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন দুটি আসন থেকে। সেই দুটি আসন হচ্ছে- গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে।

এছাড়াও গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, যশোর-৬ আসনে ইসমাত আরা সাদেক, খুলনা-৩ আসনে মুন্নুজান সুফিয়ান।

আরও আছেন বরিশাল-৫ আসনে জেবুন্নেছা আফরোজ, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি।

শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে শেখ হাসিনা, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা, মৌলভীবাজার-৩ আসনে সৈয়দা সায়রা মহসিন, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, কক্সবাজার-৪ আসনে শাহীনা আক্তার চৌধুরী, বাগেরহাট-৩ আসনে হাবিবুন্নাহার মনোনীত হয়েছেন।

এছাড়াও স্পিকার শিরীন শারমিন চৌধুরী নির্বাচন করছেন রংপুরের একটি আসন থেকে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
আওয়ামী লীগের যৌথসভা আজ
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার
X
Fresh